শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নাটকে আকাশছোঁয়া জনপ্রিয়তা

টিভি নাটকে আকাশছোঁয়া জনপ্রিয়তা ছিল হুমায়ূন আহমেদের। এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, আজ রবিবার, নক্ষত্রের রাত নাটকগুলো অসম্ভব দর্শকনন্দিত হয়। বিটিভিতে প্রচারিত নাটকগুলো দেখার জন্য মানুষের আগ্রহ ছিল অকল্পনীয়। নাটক নির্মাণে হুমায়ূনের সাফল্য আঁচ করা যায় কোথাও কেউ নেই নাটক থেকে। ধারাবাহিক নাটক ছাড়াও একক নাটকেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে নিমফুল, সবুজ সাথী, অচিন রাগিনী, অনুসন্ধান, অন্তরার বাবা, অপরাহ্ণ, অতঃপর শুভ বিবাহ, আইনস্টাইন এবং আজ জরীর বিয়ে, আমরা তিনজন,            আংটি, ইবলিশ, একদিন হঠাৎ, একটি অলৌকিক ভ্রমণ কাহিনী, এই বর্ষায়, একা একা, একি কা-, ওপেনটি বায়োস্কোপ, কনে দেখা, কুহক, কাকারু, খোয়াব নগরসহ আরও অনেক নাটক।

সর্বশেষ খবর