শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মন কেড়েছেন গানেও

বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের সব সৃষ্টিকর্মের মতো তার রচিত গানগুলোও  শ্রোতাদের আবেগাপ্লুত করে। সেগুলোর বেশিরভাগই জনপ্রিয়তা  পেয়েছে। তার মধ্যে রয়েছে-

* একটা ছিল সোনার কন্যা

* বরষার প্রথম দিনে

* যদি মন কাঁদে

* ও আমার উড়াল পঙ্খীরে

* আমার ভাঙা ঘরে ভাঙা চালা

* মাথায় পরেছি সাদা ক্যাপ

* লিলুয়া বাতাস

* বাজে বংশী

* আমার আছে জল

* চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

* চল না বৃষ্টিতে ভিজি

* নদীর নাম ময়ূরাক্ষী

* আমার মনে বেজায় কষ্ট,

* আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে

* ঘর খুলিয়া বাহির হইয়া  জোছনা ধরতে যাই

* আইজ আমরার কুসুম রানীর বিবাহ হইবে

* বরষার প্রথম দিনে

* বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর