রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মৌখিক পরীক্ষা ৪ জুলাই

চাকরির খোঁজ ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মৌখিক পরীক্ষা ৪ জুলাই

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ডেটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম গ্রেডের এ দুই পদের পরীক্ষা আগামী ৪ জুলাই (সোমবার) সকাল ১০টায় শুরু হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসিতে পরীক্ষা নেওয়া হবে।

এ দুই পদে সাময়িকভাবে যোগ্য প্রার্থীর নিবন্ধনের আবেদনের কপি, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব মূল সনদ মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। এ ছাড়া চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত মূল ছাড়পত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। প্রার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো প্রার্থীকে মাস্ক ছাড়া মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

সর্বশেষ খবর