শিরোনাম
রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

একাধিক পদে জনবল নেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

চাকরির খোঁজ ডেস্ক

একাধিক পদে জনবল নেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

নারায়ণগঞ্জ জেলায় রাজস্ব প্রশাসনের আওতাধীন একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

১. পদের নাম : নাজির কাম ক্যাশিয়ার। পদসংখ্যা : ৪। যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল : ৯, ৩০০-২২, ৪৯০ টাকা।

২. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা : ৪। যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল : ৯, ৩০০-২২, ৪৯০ টাকা।

৩. পদের নাম : সার্টিফিকেট পেশকার। পদসংখ্যা : ৪। যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল : ৯, ৩০০-২২, ৪৯০ টাকা।

৪. পদের নাম : সার্টিফিকেট সহকারী। পদসংখ্যা : ৪। যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল : ৯, ৩০০-২২, ৪৯০ টাকা।

৫. পদের নাম : ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। পদসংখ্যা : ৪। যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল : ৯, ৩০০-২২, ৪৯০ টাকা

৬. পদের নাম : মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। পদসংখ্যা : ৬। যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল : ৯, ৩০০-২২, ৪৯০ টাকা।

৭. পদের নাম : গাড়িচালক। পদসংখ্যা : ৬। যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সসহ যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। বেতন স্কেল : ৯, ৩০০-২২, ৪৯০ টাকা।

৮. পদের নাম : অফিস সহায়ক। পদসংখ্যা : ৪। যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল : ৮, ২৫০-২০, ০১০ টাকা।

৯. পদের নাম : নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা : ১। যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল : ৮, ২৫০-২০, ০১০ টাকা।

বয়সসীমা : প্রার্থীর বয়স ২০২২ সালের ২৫ আগস্ট ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

আবেদন ফি : জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ১-৪৬৩২-০০০১-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

আবেদনের সময়সীমা : ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২, বেলা ৩টা পর্যন্ত।

 

আবেদন যেভাবে

নির্ধারিত আবেদনপত্রের ফরম জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের ওয়েবসাইট https://www.narayanganj.gov.bd/ থেকে ডাউনলোডের পর পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে); নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র/ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর/ সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদের অনুলিপি; জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের অনুলিপি; বিবাহিত নারী প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং ডান পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে উল্লেখ করে ১৫ টাকার ডাকটিকিট লাগানো ১০.৫ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য অনলাইনে জানা যাবে।

সর্বশেষ খবর