রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সাক্ষাৎকারের আগে

বারবার প্র্যাকটিস করুন

চাকরির খোঁজ ডেস্ক

একটি ভালো সাক্ষাৎকারের জন্য অনুশীলনের গুরুত্ব অনস্বীকার্য। সাক্ষাৎকারে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন। আপনার চোখে যদি কোনো ভুল ধরা পড়ে তা ঠিক করার চেষ্টা করুন। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে আবারও ছায়া সাক্ষাৎকার দিন। এই অনুশীলনটি আপনার ভিতরকার জড়তাগুলোকে ভেঙে দেবে। আপনার অনুশীলনটিকে আরও একটু মাত্রা দিতে আপনার বন্ধুদের সাহায্য নিতে পারেন। তাদের সাহায্যে একটি ছায়া সাক্ষাৎকারের ব্যবস্থা করুন। জিজ্ঞাসা করুন আপনার অভিব্যক্তি, চোখের দৃষ্টির মাঝে কোনো স্নায়ুবিক দুর্বলতা প্রকাশ পেয়েছে কি না। প্রস্তুতিতে আরও একটু মাত্রা যোগ করতে আপনার অভিব্যক্তিগুলোকে ভিডিও করতে পারেন। আপনি নিজেও দেখে নিন কোথায় কোথায় ভুল হচ্ছে, অন্যদের জিজ্ঞাসা করুন, তাদের মতামত নিন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর