১১ নভেম্বর, ২০১৭ ১১:৪৮
খবর বিবিসির

সিরিয়ায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে ইরান

অনলাইন ডেস্ক

সিরিয়ায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে ইরান

সৌদি আরব ও ইরানের উত্তেজনার মধ্যে সিরিয়ার অভ্যন্তরে ইরান স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে বলে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা একটি গোয়েন্দা সূত্র।

চলতি বছরের আগস্ট থেকে ইসরায়েল দাবি করে আসছে সিরিয়ায় নতুন করে সামরিক ঘাঁটি গড়ছে ইরান। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে তখন থেকে নিয়মিত খবর প্রকাশ হচ্ছে। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় ইরানকে সামরিক ঘাঁটি বানাতে দেবেন না তিনি। 

তবে ইরান এরইমধ্যে সামরিক ঘাঁটি বানানো শুরু করে দিয়েছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে যার প্রমাণ মিলেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, সিরিয়ার অভ্যন্তরে ইরান স্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করছে। দামেস্ক থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে সিরীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি জায়গায় এ ঘাঁটি নির্মাণ করা হচ্ছে।

বিডি প্রতিদিন/১১ নভেম্বর, ২০১৭/ফারজানা/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর