২৫ আগস্ট, ২০২১ ১৭:৩৮
খবর আরব নিউজের

সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক

সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিল সৌদি আরব

চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতারা সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন। এর আগে গতকাল মঙ্গলবার দেশটি এই দুই করোনার টিকার অনুমোদন দেয়। খবর আরব নিউজের

আরব নিউজের প্রকাশিত খবরে বলা হয়েছে, এ পর্যন্ত সৌদি সরকার মোট ছয়টি করোনার টিকার অনুমোদন দিয়েছে। সেগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন, মডার্না, সিনোভ্যাক ও সিনোফার্ম।     

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতারা এখন থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন। এর আগে তারা এই দুইটি টিকা গ্রহীতাদের তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে সৌদি আরবে অনুমোদিত চারটি টিকার ( অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না) যেকোনো একটি টিকার বুস্টার ডোজ নেওয়ার কথা বলেছিল।

এর আগে দেশটির কর্তৃপক্ষ জানায়, যেসব বিদেশি পর্যটক সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে, তারাই কেবল ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর