৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২৮

নালিতাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়েছে।

কৃষি মেলায় প্রধান অতিথি হিসেবে শেরপুরের উপপরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমীন, সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মো. আফছর আলী, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবদুল ওয়াদুদ প্রমুখ।

আলোচনা শেষে অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপজেলায় উৎপাদিত কফি বানিয়ে অতিথিদের খাওয়ানো হয়। পাহাড়ের মাটি, আবহাওয়া ও পরিবেশ কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী হিসেবে উপস্থিত সকল কৃষকদের কফি চাষ করতে বলেন এবং উদ্যোক্তা কৃষিবিদ সাজ্জাদ হোসাইন তুলিপকে ধন্যবাদ জানান অতিথিরা।  তিনদিনের এ কৃষি মেলায় ৩১টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর