ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

চুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স রবিবার থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী কনফারেন্স শুরু হচ্ছে আগামি রবিবার থেকে। চট্টগ্রাম নগরীর মোটেল সৈকতে দ্বিতীয়বারের মত “ফিজিক্স ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি-১৭” শীর্ষক এ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ছাড়াও সুইডেন, ভারত, জাপান, সৌদি আরবসহ পৃথিবীর প্রায় ১১ টি দেশ হতে পদার্থ বিজ্ঞান বিষয়ের অন্তত দেড় শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী অংশগ্রহণ করবেন। এ কনফারেন্সে প্রফেশনাল এবং উদ্যোক্তাগণের মিলনমেলায় পদার্থ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি প্রযুক্তি সর্ম্পকিত তথা বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে বলে জানান কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। চুয়েটে দুই দিনব্যাপী এ কনফারেন্স উপলক্ষে শুক্রবার বিকালে নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে কনফারেন্সের সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে অবহিত করেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এসময় লিখিত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কনফারেন্সের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রশীদ, সহযোগী অধ্যাপক ড. মোঃ মহি উদ্দিন,সহকারী অধ্যাপক এইচ.এম.এ.আর. মারুফ, মোসাম্মাৎ আরজুমানআরা বেগম, মোঃ আশরাফ আলী, ড. অনিমেশ কুমার চক্রবর্তী, সৈয়দা করিমুন্নেছা, প্রভাষক সাইফুল কবির, চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ। দু’দিনব্যাপী উক্ত আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করবেন কনফারেন্স চেয়ার এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।  এছাড়া কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর