ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে শেষ পর্বের ভোটগ্রহণ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

কেন্দ্রগুলো হলো বিশ্ববিদ্যারয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮০০০ পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮০০১ থেকে ৩৭২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (৩৭২৩৪ থেকে ৪৩৯৯৭ পর্যন্ত এককালীন সদস্য)।

ঢাবির আদেশে বলা হয়েছে, ১৯৭৩-এর ৪৬(১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার কার্ড পোলিং অফিসারকে দিতে হবে। ২১ জানুয়ারি ফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এবারের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ৮০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ



এই পাতার আরো খবর