ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

ভিক্ষুক সেজে মোবাইল নিয়ে চম্পট
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

চুরির নতুন কৌশল হিসেবে ভিক্ষুকের ছদ্মবেশ ব্যবহার করছে চোর চক্র। তারা বাসাবাড়ির মালিককে বোকা বানিয়ে দিনদুপুরে মূল্যবান জিনিসপত্র নিয়ে দিচ্ছে চম্পট। বাড়ির মালিক যখন বিষয়টি বুঝতে পারেন, ততক্ষণ আর তার খোঁজ মেলে না।

মঙ্গলবার সকালে উপজেলার বাউসী গ্রামে একই কায়দায় ভিক্ষুক সেজে হানা দেয় চোর। টার্গেট করে গ্রামের মৃহ হরুপ মিয়ার বাড়ি। এরপর বাড়িতে প্রবেশ করে কৌশলে ঘরের থাকা দুটি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চোর।

এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে আজ দুপুরে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর কিছু দিন আগে উপজেলার পূর্বদশঘর গ্রামের আজাদ মিয়ার বাড়ি থেকেও একই কায়দায় মোবাইল চুরি করে নিয়ে যায় চোর।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে আমরা জ্ঞাত নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর