ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

স্বাধীনতা দিবসে পুলিশের অনন্য উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

স্বাধীনতা দিবস উপলক্ষে অনন্য আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ'র (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার পুরোদিন কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন পয়েন্টে হাজারো ছোট পতাকা বিতরণ করা হয়েছে। স্বাধীনতা দিবসে পুলিশের এমন আয়োজনে উচ্ছাসিত সাধারণ জনগণ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোতোয়ালী থানার পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। এ আয়োজনের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন পয়েন্ট ও থানায় আগত সেবাপ্রার্থীদের মাঝে এক হাজারের উপরে পতাকা বিতরণ করা হয়। নগরবাসী আমাদের এমন উদ্যোগে খুবই খুশি। তারা এটাকে পুলিশের মধ্যে ইতিবাচক পরিবর্তন বলছেন।

সাংস্কৃতিক কর্মী শেখ শওকত ইকবাল বলেন, ‘এধরণের উদ্যোগ ফলে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব রয়েছে তা কমবে। কোতোয়ালী থানার এ আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। নগরীর প্রত্যেক থানারই এ ধরণের আয়োজন করলেও পুলিশ জনগণের আরও কাছে যাবে বলে বিশ্বাস করি।’ 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর