ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

স্ত্রী হত্যার ১৬ মাস পর স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
প্রতীকী ছবি

অভাব অনটনের কারণে কলহের জের ধরেই গলা কেটে হত্যা করা হয় চার সন্তানের জননী রোকসানা বেগমকে। এ খুনের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া রোকসানার স্বামী জয়নাল আবেদীন আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এ তথ্য উল্লেখ করেন। 

রবিবার চট্টগ্রাম মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালতে এ জবানবন্দি দেন তিনি। এর আগে রবিবার সকালে কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকা থেকে জয়নালকে গ্রেফতার করে নগরীর বাকলিয়া থানা পুলিশ।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, সংসারের অভাব অনটন দিয়ে প্রায় সময় ঝগড়া হত নিহত রোকসানা ও স্বামী জয়নালের। একই ভাবে ২০১৮ সালের অক্টোবরের এক তারিখও দু’জনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাতে গলা কেটে হত্যা করা হয় স্ত্রীকে। খুনের পর থেকেই পলাতক ছিলেন স্বামী জয়নাল। দীর্ঘ ১৬ মাস আত্মগোপনে ছিলেন তিনি। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চারিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন জয়নাল।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর