ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ কর্মকাণ্ড !
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বায়েজিদ থানার রৌফাবাদ এলাকার বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় সিসি ক্যামেরা। ওই ক্যামেরা দিয়ে ঘরে বসেই নিয়ন্ত্রণ করতেন জুয়ার বোর্ড ও মাদক ব্যবসা। অবৈধ কর্মকাণ্ডের পাশাপাশি নারীদের দিয়ে চুক্তিভিত্তিক বির্তকিত জায়গা দখল বেদখলসহ নানা অপকর্মের নেপথ্য হোতা খাদিজা বেগম ওরফে খোদেজা। নগরীর বায়েজিদ থানায় মামলাও রয়েছে একাধিক। 

শনিবার গভীর রাতে অশেষে বায়েজিদ এলাকার অপরাধ সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেন খোদেজা। বিতর্কিত ভুমি দখল বেদখল, পাহাড় দখল, মাদক ব্যবসা এবং জুয়ার বোর্ড পরিচালনাসহ নানান অপকর্মে জড়িত। এসব কাজ নির্বিঘ্নে করতে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনও করেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর