ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

রাজশাহীতে স্বাধীনতা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর সর্বস্তুরের মানুষ। নগরীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। পুস্পস্তবক অর্পণের মাধ্যমে হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধা জানান মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের।

ভুবন মোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সকালে জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে শিক্ষার্থীরা পরিবেশন করে কুচকাওয়াজ। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকালে নগরীর কুমারপাড়া আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বের করা হয় স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর