ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

খুলনায় কর আদায়ের লক্ষ্যমাত্রা ২৮৪০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক, খুলনা

২০১৮-১৯ অর্থবছরে খুলনা কর অঞ্চলে দুই হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা গত বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা দুই হাজার ৮৪০ কোটি টাকা। যার প্রথম চার মাসেই আদায় হয়েছে ৬২৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আদায় প্রায় ১৫ শতাংশ বেশি।

আজ সোমবার খুলনায় আয়কর মেলা ও সেরা করদাতা সম্মাননা উপলক্ষে মতবিনিময় সভায় খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় এ কথা বলেন। তিনি বলেন, ২৪ হাজার নতুন করদাতা শনাক্তকরণ লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩৪ হাজারে বেশি নতুন করদাতা টিআইএন নিবন্ধন গ্রহণ করেছেন। এ নিয়ে খুলনা কর অঞ্চলের মোট টিআইএন ধারীর সংখ্যা তিন লাখ ৬৫ হাজার।

আগামী ১৪-২০ নভেম্বর খুলনা বিভাগীয় নারী ক্রীড়া কমপ্লেক্সে সাত দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ নভেম্বর সকালে খুলনা সিটি ইন হোটেলে ২০১৮-১৯ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা এবং দীর্ঘ সময় কর প্রদানকারীসহ খুলনা কর অঞ্চলের ৭৭ জনকে সম্মাননা জানানো হবে।

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ



এই পাতার আরো খবর