ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

রান্না ঘর থেকে হিজড়ার দগ্ধ মরদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি:

আশুলিয়ায় রান্না ঘরে দগ্ধ অবস্থায় কাজলী (৪৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে তৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রবিবার (২৪ নভেম্বর) সকালে সাভারের আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া মহল্লার নিজের তিন তলা বাড়ির রান্না ঘর থেকে দগ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।  

পুলিশ  ও স্থানীয়রা জানান, হঠাৎ সকালে কাজলীর বাড়িতে অনেক হিজড়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে রান্না ঘরে দগ্ধ কাজলীর মরদেহ দেখতে পায়। কিভাবে আগুনে দগ্ধ হয়ে কাজলীর মৃত্যু হয়েছে তা নিয়ে স্থানীয়দের মাঝে রহস্যের জটলা রয়েছে।  

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দীপু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর