ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে ট্রাফিক পুলিশের খোলা চিঠি বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগরীতে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে পথচারী, যানবাহন মালিক-চালক এবং সড়কের পাশের দোকান মালিক-কর্মচারীদের মাঝে খোলা চিঠি বিতরণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। 

বুধবার সকাল ১১টায় নগরীর জিলাস্কুল মোড়ে এই সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার। 

পরে তিনি জিলা স্কুল মোড় থেকে নগরীর সদর রোডের কাকলী হল মোড় পর্যন্ত পথচারী, যানবাহন মালিক-চালক, ও সড়কের পাশের দোকান মালিক-কর্মচারীদের মাঝে খোলা চিঠি বিতরণ করেন। খোলা চিঠি বিতরণকালে ট্রাফিক পরিদর্শক রবিউল ইসলাম ও মো. আব্দুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

এ সময় ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার সাংবাদিকদের বলেন, খোলা চিঠি বিতরণ করে তারা জনগণকে সচেতন করছেন। যাতে তারা রাস্তার পাশে যেখানে-সেখানে যানবাহন রেখে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি না করেন। একই সাথে শীতে করোনার প্রকোপ এড়াতে জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্যও ট্রাফিক বিভাগ একটি লিফলেট বিতরণ করছে বলে তিনি জানান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 



এই পাতার আরো খবর