ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরে ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে ভবনের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম নাজমা (১২)। নাজমা নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বন্ধ-উশান গ্রামের রিকশাচালক জিন্নাত আলীর মেয়ে। এক ভাই তিন বোনের মধ্যে দ্বিতীয় নাজমা। 

গতকাল মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এর আগে, সন্ধ্যায় পশ্চিম কাজীপাড়ায় একটি পুরাতন ভবনের দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় নাজমা। 

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাসার পাশে একটি পুরাতন ৪তলা ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে নাজমার গায়ের ওপর।  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় গত রাত ৮টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর