ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

আজকের পত্রিকা

'দখল-চাঁদাবাজির মতো অরাজকতা একদিনে বন্ধ করা সম্ভব নয়'
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কারওয়ানবাজার এলাকায় অবৈধ দখল ও চাঁদাবাজির মতো অরাজকতা রয়েছে। কিন্তু তা একদিনে বন্ধ করা সম্ভব নয়। তবে অরাজক পরিস্থিতির শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান অব্যহত রাখা হবে। 

আজ মঙ্গলবার সকালে কারওয়ানবাজারে উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে আকস্মিক সফর শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। 

এসময় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে আলাপ করে অফিস কার্যক্রমের খোঁজ খবর নেন মেয়র। 

এছাড়া শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসাধারণকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। 

পরে কার্যালয় থেকে বের হলে স্থানীয় যানচালকরা মেয়রকে ঘিরে পার্কিংয়ের জন্য স্থান নির্ধারণ করে দেয়ার দাবি জানান। 

এর আগে, সকালে অবৈধ পার্কিংয়ের অভিযোগে সিটি কর্পোরেশনের লোকজন বেশ কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেছে বলে মেয়রের কাছে অভিযোগ করেন পরিবহন শ্রমিকরা। এসময় আলোচনার মাধ্যমে পার্কিং সমস্যাসহ সবধরনের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে পরিবহন শ্রমিকদের জানান মেয়র আতিকুল ইসলাম।

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর