ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

টাঙ্গাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নসহ করোনায় আক্রান্ত ১১ জন
টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নসহ নতুন করে আরো ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪৬ জনে। গত ২৪ মে পাঠানো ১২০টি নমুনার মধ্যে ১১টি পজিটিভ বাকি ১০৯টি নেগেটিভ এসেছে। 

এদের মধ্যে মধুপুর উপজেলায় তিনজন, কালিহাতী উপজেলায় দুইজন, নাগরপুর উপজেলায় একজন, দেলদুয়ার উপজেলায় দুইজন, সদর উপজেলায় দুইজন এবং ঘাটাইল উপজেলায় একজন রয়েছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য সহকারিসহ নতুন ১১জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ১৪৬জনে। আক্রান্তদের মধ্যে ১০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর মৃত্যুবরণ করেছেন চারজন। এখন পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ হয়েছিল ৪৮৭৯টি। এর মধ্যে নেগেটিভ এসেছে ৪২৯৯টি। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৫১২ জন। আজ শুক্রবার এ জেলা থেকে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ৭৯টিসহ মোট ৪৩৮টি নমুনার ফলাফল এখনও পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর