ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় মৃত ৩৯ জন সম্পর্কে যা জানানো হয়েছে
অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৩০৬ জনে। এছাড়াও একই সময়ে নতুন করে ২ হাজার ৯৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৪৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০.৩৮ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ।

মৃত ৩৯ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৬০৬ জন, ৭৮.৮৩ শতাংশ এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭০০ জন, ২১.১৭ শতাংশ।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর