ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

রংপুর বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরে ৪ জন, দিনাজপুরে ৪ জন, গাইবান্ধায় ৩ জন, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর একজন করে মৃত্যুবরণ করেছেন।

এনিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৬৪ জনে। এ পর্যন্ত দিনাজপুরে ২৭৬ জন, রংপুরে ২১২ জন, ঠাকুরগাঁওয়ে ১৮৬, নীলফামারীতে ৬৯, পঞ্চগড়ে ৬১, লালমনিরহাটে ৫৬, কুড়িগ্রামে ৫৪ ও গাইবান্ধায় ৫০ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন।

এছাড়া ১ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১১৫ জন, রংপুরে ৮৭ জন, নীলফামারীতে ৬৩ জন, পঞ্চগড়ে ৬২ জন, কুড়িগ্রামে ৫৯ জন, গাইবান্ধায় ৫৬ জন, ঠাকুরগাঁওয়ে ৩৭ জন ও লালমনিরহাটে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছেন।

মোট ২ লাখ ২০ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৮ দশমিক ৯৫ শতাংশ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর