ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনায় বিএনপি ও ছাত্রদলের ৫২ নেতাকর্মী আটক
নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রদল ও পুলিশ সংঘর্ষে ১৩ পুলিশ আহতের ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত বিএনপি ও ছাত্রদলের ৫২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত শুক্রবার দুপুরে কেন্দুয়া আলীপুর প্রাইমারী স্কুল মাঠে ছাত্রদলের কর্মী সমাবেশে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলার কথা ভেবে তারা মিছিল ছত্রভঙ্গ করে দিলে অতর্কিতে ছাত্রদল কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে তারা ১৩ জন আহত হন। এ ব্যাপারে মামলা হয়েছে কিনা তা জানতে কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে (০১৭১৩৩৭৩৫১১) বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। এদিকে গোপন একটি সূত্র জানায়, এস আই গোপাল কৃষ্ণ দাস বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন।

জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু জানান, তাদের সমাবেশের শেষের দিকে পুলিশ গিয়ে লাঠিপেটা শুরু করলে সাধারণ সম্পাদকসহ তারাও বেশ কয়েকজন আহত হন।

এ ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী ৫২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ



এই পাতার আরো খবর