ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

সাতক্ষীরায় কৃষকের বাড়িতে গিয়ে ধান ক্রয়
সাতক্ষীরা প্রতিনিধি :
কৃষকের বাড়িতে গিয়ে ধান ক্রয়

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরায় কৃষকের বাড়িতে বাড়িতে গিয়ে নায্য মূলে বোরো ধান ক্রয় শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের অদূরে বাঁকাল এলাকায় কার্ড ধারী কৃষকদের নিকট থেকে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ ধান ক্রয়ের উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, তথ্য অফিসার মোজাম্মেল হোসেন প্রমুখ। 

উদ্বোধনী দিনেই ১০০ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে চলতি বোরো মৌসুমে মণ প্রতি ১ হাজার ৪০ টাকা দরে ২ হাজার ২৯১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর