ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

মোরেলগঞ্জে ফেন্সিডিলসহ কার্গো আটকের ঘটনায় মামলা
মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ৯৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কার্গো আটকের ঘটনায় মামলা দায়ের হয়েছে। র‌্যাব-৬ এর ডিএডি (সিপিসি-১) মো. জয়নাল আবেদিন বাদী হয়ে শুক্রবার রাত ৮টার দিকে মামলাটি দায়ের করেন। 

মামলায় ভারত থেকে নিয়ে আসা সিমেন্ট তৈরির ৭৬৩ টন ফ্লাইএ্যাশ বহনকারী কার্গো এমভি বঙ্গতরী আটক দেখানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে কার্গোর মাষ্টর ছাগলনাইয়া উপজেলার মোসলেম উদ্দিন (৫১), তার ছোট ভাই গ্রিজার সিরাজ উদ্দিন (৪৮) ও সহকারি মাষ্টার হাতিয়া উপজেলার ফারুক হোসেনকে (৩৩)। 

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬ এর সদস্যরা মোরেলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেন্সিডিলসহ কার্গোটি আটক করে। কার্গো থেকে অবৈধভাবে ভারত থেকে আনা বেশ কিছু সাবান, মোবাইল সেট, শ্যাম্পু, লোশন, প্রেসারকুকার উদ্ধার করে। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, ফেন্সিডিলসহ কার্গো আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আইনগত কার্যক্রম শুরু হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর