ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু
অনলাইন ডেস্ক

সাড়ে ৪ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে। রবিবার রাত সোয়া ৮টার দিকে ঝিনাইদহের সাফদারপুর রেলস্টেশন এলাকায় গোয়ালন্দ থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী যাত্রীবাহী ট্রেন নকশিকাঁথা লাইনচ্যুত হলে বন্ধ হয়ে যায় ওই রুটের রেল যোগাযোগ।

সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ট্রেনটিকে ঠিক করলে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়। 

পাকশি পশ্চিম জোন রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, নকশিকাঁথা ট্রেনটি সাফদারপুরে পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনা থেকে রাজশাহী ও ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর