ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

গাজীপুরে ৪টি অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধ
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ৪টি অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গাজীপুর পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার পরিবেশ অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দিনব্যাপী এই অভিযানে ৪টি অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এর মধ্যে হুমায়রা ব্রিকস, হুমায়রা ব্রিকস-২, শ্রাবন ব্রিকস, আনাস বাসার ব্রিকসকে এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ইটভাটাগুলোর মধ্যে হুমায়রা ব্রিকস ও হুমায়রা ব্রিকস-২ কে ৬ লাখ টাকা করে এবং আনাস বাসার ব্রিকসকে ৫ লাখ টাকা ও শ্রাবণ ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার। অভিযানে র‌্যাব ও গাজীপুর জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর