ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে বিশেষ পরিস্কার-পরিছন্নতা অভিযান
পঞ্চগড় প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে বিশেষ পরিস্কার-পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও পঞ্চগড় পৌরসভার সহযোগিতায় পরিস্কার-পরিছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়– দিয়ে পরিস্কার-পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর