ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, যশোর:
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলার মাহামুদআলীপুর গ্রামের একটি ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, শনিবার সকালে বাঘারপাড়া উপজেলার মাহামুদআলীপুর গ্রামের মাঠের মধ্যে বামুনহাট-বালিয়াডাঙ্গা সড়কের পাশে একটি ক্ষেতে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীরে নীল রংয়ের পায়জামা এবং ওপরে কালো রংয়ের বোরখা রয়েছে। তার গলা ও মুখে রক্তের দাগ রয়েছে। মরদেহের কিছুটা দূরে একটি ব্যাগের মধ্যে হানিফ পরিবহণের বাসের টিকিট ছিল। টিকিটটি ঢাকার আব্দুল্লাহপুর থেকে যশোর আসার জন্য কাটা হয়েছিল। ওসি বলেন, নিহত নারীর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর