ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

আজকের পত্রিকা

তীব্র স্রোত, পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত
অনলাইন ডেস্ক

গত কয়েকদিন ধরে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি পারাপারে দ্বিগুণের বেশি সময় লাগছে। পাটুরিয়া ঘাট পারে অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ছোট বড় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। তবে, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলতে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় লাগছে। এতে করে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। যে কারণে ঘাটে বাসের চাপ না থাকলেও আটকে আছে পণ্যবাহী ট্রাক।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর