ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়
দিনাজপুর প্রতিনিধি

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

শনিবার দুপুর ১টায়  হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এসময় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাও, বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আলীর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইলিয়াস আলী সাংবাদিকদের জানান, শনিবার ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তারাও আমাদেরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। 

এদিকে, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রবিবার সকাল থেকে সকল কার্যক্রম আবারও শুরু হবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন এ তথ্য জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর