ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় করোনা বিজয়ীদের সম্মানে করতালি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বৈশিক মহামারী করোনাভাইরাস বিজয়ী এবং সেবা প্রদানকারী ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক, ব্যাংকারসহ সকল সম্মুখ যোদ্ধাদের সম্মানে করতালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)‘র উদ্যোগে এই করতালি অনুষ্ঠিত হয়।

পুন্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোকুল বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, বিভাগীয় প্রধান,কর্মকর্তা-কর্মচারী সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে করতালির মাধ্যমে সারাদেশ ও সারা বিশ্বের সকল করোনা বিজয়ী এবং সেবাদানকারী সম্মুখ যোদ্ধাদের সম্মানিত করেন।

আরও অংশগ্রহণ করেন পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, ভাইস-চেয়ারম্যান ডা. মতিউর রহমান, সেক্রেটারী এ.এইচ.এম গোলাম রসুল খান রানা, কোষাধ্যক্ষ ও করোনা জয়ী জাহিদুর রহমান, চেয়ারম্যানের একান্ত সচিব খোরশেদ আলম, পিইউবি‘র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও ডিন প্রফেসর নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আলাউদ্দিন, সহকারী পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর