ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

আজকের পত্রিকা

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৩
বাগেরহাটে প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। 

রবিবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় হরিণ ধরার জন্য ফাঁদপাতা অবস্থায় এদের আটক করে বনরক্ষিরা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ। 

আটককৃতরা হলেন, খুলনা জেলার মফক্কর আলী শেখের ছেলে সৈয়দ শেখ (৪৫), মাহবুবু শেখের ছেলে হযরত আলী শেখ (৪৩) ও পীর আলী শেখের ছেলে ফরুক শেখ (৪০)। 

বাগেরহাট পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় বনরক্ষীদের স্মার্ট টিম অভিযান চালায়। এসময় চরাপুটিয়া খালের ভিতরে একটি নৌকা দেখতে পায়। নৌকায় কোন লোক ছিল না। বনরক্ষীরা পায়ের চিহ্ন দেখে বনের মধ্যে এগিয়ে যায়। কিছুদূর যাওয়ার পরে হরিণ শিকারের ফাঁদ দেখতে পায়। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করে। এসময় নৌকায় তল্লাশি চালিয়ে ৩শ' ৩০ ফুট ফাঁদ, হরিণ জবাই ও মাংস প্রক্রিয়ার বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর