ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

‘চরম অপমান সহ্য করেছি’, ছোটবেলা নিয়ে মুখ খুললেন সানি লিওন
অনলাইন ডেস্ক

নিজের দুঃখের অতীত নিয়ে মুখ খুললেন আলোচিত তারকা সানি লিওন।  কানাডায় জন্ম নেয়া সানি বেড়ে ওঠা সময় কীভাবে দিনের পর দিন বর্ণবৈষম্যর শিকার হয়েছেন, তা নিয়েই খুলাখুলি কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার স্কুলে সহপাঠীরাই তার ‘লুকস’ নিয়ে নক্কারজনক মন্তব্য করতো সবসময়। খবর হিন্দুস্তান টাইমস ও টিভি নাইনের।

সানির দ্বৈত নাগরিকত্ব রয়েছে ভারত ও কানাডায়। পাঞ্জাবী মা-বাবার সন্তান সানির ছোটবেলা কেটেছে কানাডায়। তার আসল নাম করণজিৎ কঊর। সানির ভাষ্য,‘আমার গায়ের রঙ উজ্জ্বল ছিল। কিন্তু জিনগত কারণেই হাতে-পায়ে কালো পশমের কারণে আমায় অপমান সহ্য করতে হয়েছে। আমার জামাকাপড়, আমার চেহারা এ সব কিছু নিয়েই হাসির পাত্র হতে হয়েছে আমাকে।’

এসব মন্তব্য তার মননে যে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছিল তা একবাক্যেই স্বীকার করে নিয়ে সানি আরও বলেন, ‘এমন নয় যে, ছোটবেলায় করা ওই সব অপমানের রেশ তখনই শেষ হয়েছে। তার প্রভাব থেকেছে বহু বছর। আমার মতে ‘বুলিং’ মূলত একটি চক্র। নিজে অপমানিত হয়ে অন্যকে অপমান না করার অঙ্গীকার করলেই মনে হয় এই চক্রের অবসান ঘটবে।’

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর