ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা
অনলাইন ডেস্ক
সায়ন্তিকা

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ সরকারে নেতৃত্বে থাকা দলটিতে যোগ দেন।

গত কয়েকদিন ধরেই তৃণমূলে টলিউডের বিভিন্ন পরিচিত মুখ যোগ দিচ্ছেন। তৃণমূলের চেয়ে পিছিয়ে থাকলেও বিজেপি-ও তারকাদের যোগদান করাচ্ছে। সোমবারই বিজেপি-তে যোগ দিয়েছেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী। তার আগেও বিজেপি-তে অন্যান্য তারকা যোগ দিয়েছিলেন। জল্পনা রয়েছে, এই তারকাদের এবার ভোটের ময়দানেও প্রত্যক্ষভাবে নামাবে দু’দল। অর্থাৎ, এদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে।

বুধবার তৃণমূল ভবনে গিয়ে জোড়াফুল পতাকা হাতে তুলে নেন সায়ন্তিকা। তাকে দলে স্বাগত জানান সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু। সেখানে অভিনেত্রী বলেন, ‘‘খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। শিখে নেব। আমাদের দিদিকে ধন্যবাদ। মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য। যে দায়িত্ব দেওয়া হবে, আমি যেন ভালভাবে পালন করতে পারি। তার আস্থার মর্যাদা যেন রাখতে পারি। গত ১০ বছর দিদির পাশেই ছিলাম। আগামী দিনেও মানুষের সেবা করব।’’

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সায়ন্তিকা বলেন, ‘‘এখন বাংলার মানুষের নিজের ইচ্ছে প্রকাশ করার সঠিক সময় এসেছে। সকলের কাছে আমার আবেদন, এগিয়ে এসে দিদির পাশে দাঁড়ান। বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়।’’

সাম্প্রতিক অতীতে মূলস্রোতের তারকা-যোগের ক্ষেত্রে তৃণমূলই এগিয়ে। বেশ কয়েক বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় টলিউডের নায়ক-নায়িকাদের বিধানসভা এবং লোকসভা ভোটে দাঁড় করিয়েছেন। তারা জিতেওছেন। এখনও তৃণমূলের সাংসদ শতাব্দী রায়, দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানের মতো তারকারা। তৃণমূলের বিধায়ক এবং সাংসদ ছিলেন প্রয়াত তাপস পালও। যেমন সাংসদ ছিলেন সন্ধ্যা রায় এবং মুনমুন সেন। সেখানে বিজেপি-তে তারকা-নির্ভরতা এবারেই বেশি। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর