ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

লাইফ সাপোর্টে চিত্রনায়ক শাহীন আলম
অনলাইন ডেস্ক
নায়ক শাহীন আলম। ফাইল ছবি

লাইফ সাপোর্টে আছেন বাংলা চলচ্চিত্রের একসময়ের নায়ক শাহীন আলম। তার কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে আছেন তিনি। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

শাহীন আলম ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর