ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

শাহরুখের ডায়লগ ব্যবহারে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ নিয়ে হৈ চৈ
অনলাইন ডেস্ক

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ লা কাসা দে পাপেল (মানি হাইস্ট)। সিরিজটি দুর্দান্ত গল্প দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পায় প্রথম ৪ সিজনেই। এবার ভক্তদের অপেক্ষা সিরিজটির পঞ্চম সিজন আসছে। সিরিজটির সমাপ্তি উপলক্ষে শাহরুখের সিনেমার ডায়লগ ব্যবহার করে হৈ চৈ ফেলে দিয়েছে নেটফ্লিক্স।

সিরিজের সব অভিনেতাদের নিয়ে হাস্যোজ্জ্বল গ্রুপ পিকচার দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, 'বেলা যা রাহে হো? বেলা না যাও'। যার অর্থ দাঁড়ায় বিদায়। সংলাপটি নেওয়া হয়েছে শাহরুখ খানের একটি সিনেমা থেকে। ধারণা করা হচ্ছে, মূলত দক্ষিণ এশিয়ার দর্শকের দৃষ্টি আকর্ষণ করতেই এ অঞ্চলের শীর্ষ জনপ্রিয় তারকা শাহরুখের সংলাপ বেছে নেওয়া হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত শাহরুখের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে একটি স্প্যানিশ টিভি চ্যানেলে প্রথম মুক্তি পাওয়া এই সিরিজটি বর্তমান সময়ে নেটফ্লিক্সের সবথেকে বেশি ভিউকৃত নন ইংলিশ কোনো সিরিজ। এখন অব্দি 'মানি হাইস্ট'- এ অভিনয় করেছেন উরসুলা কর্বাতু, আল্ভারো মর্তে, পেদ্রো অ্যালোনসো, প্যাকো টাউস, আলবা ফ্লোরস, মিগুয়েল হেরেন, জাইমে লোরেতেসহ আরও অনেকে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর