ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মিথ্যাচার করছেন কিসের লাভে আর লোভে?
ইফতেখায়রুল ইসলাম
লেখকের ফেসবুক পেজ থেকে নেয়া

আপনি কারও সাতে নেই, পাঁচেও নেই! কারও বিন্দু পরিমাণ ক্ষতি জ্ঞানত করেন না, করেননি এবং করবেনও না কারণ আপনার বৈশিষ্ট্যই সেরকম!

আপনি নীরবে নিজের কাজ করে যাচ্ছেন, যাবেন। আপনার সাথে বিবাদ নেই, হাসিমুখে বুক মিলাই...

সবকিছুর পর দিনশেষে অপর পক্ষের আপনি মিথ্যাচার শুরু করলেন! কার বিরুদ্ধে বলছেন? যার বিরুদ্ধে বলছেন, তার আদর্শ, মতাদর্শ সবই জানেন তথাপি মিথ্যাচার করছেন কিসের লাভে আর লোভে?

এই দিয়ে সাময়িক শান্তি হয়তো কারো কারো মেলে। কারণ এই ব্যধিতে আক্রান্ত লোকজন সন্তুষ্টি লাভ করেন এই প্রক্রিয়ায়... পার্থিব জীবনে লাভ কতটা হয় তাদের, তা তারা নিজেরাই বোঝেন শুধু।

আমরা কেন যে সামনে বলতে পারি না, কেন যে মুখের উপর বলতে পারি না, কেন যে শুধু পেছনের আশ্রয়ই নিতে হয়?

আপনার সত্যিকারের আপনি হয়ে উঠাটা জরুরি!

লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা



এই পাতার আরো খবর