ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

জলবায়ু চুক্তি লঙ্ঘন করেছে চীন, ভারত, রাশিয়া: ট্রাম্প
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

প্যারিস জলবায়ু চুক্তি ঠিক ভাবে মেনে না চলার যাবতীয় দায় ভারত, চীন আর রাশিয়ার কাঁধে চাপিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, মূলত ওই তিনটি দেশই ওই চুক্তি লঙ্ঘন করে চলেছে। এর প্রতিবাদে আমেরিকাও আর প্যারিস জলবায়ু চুক্তির শরিক থাকবে কি না, সে ব্যাপারে আগামী দু’সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ ব্যাপারে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, 'ওই চুক্তি অনুযায়ী, শরিক দেশগুলির যে ব্যয় বহন করার কথা, আমেরিকা তা বহন করে চললেও, চীন, রাশিয়া ও ভারত তা করছে না।'

বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/ওয়াসিফ



এই পাতার আরো খবর