ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

আজকের পত্রিকা

পদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক

মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ পদত্যাগ করছেন। তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।

২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। এরপর ২০১৬ সালের মার্চ মাসে থিন কিউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার দুই বছরের মাথায় পদত্যাগ করলেন থিন কিউ।

পাঁচ দশকেরও বেশি সময় পর মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হন থিন কিউ। ২০১৫ সালের নভেম্বরের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গণতন্ত্রের অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়।

বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর