ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বরফে জমে গেছে নায়াগ্রা জলপ্রপাত
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে কানাডা সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত। এটি এখন নতুন রূপ জন্ম দিয়েছে, যা দেখে অভিভূত হচ্ছেন পর্যটকরা। তীব্র শীতে নায়াগ্রার কিছু কিছু জায়গায় পানি জমে গেছে। ফলে ওই স্থানগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে পানি প্রবাহ অনেকটা কমেছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, এই অঞ্চলে চলতি সপ্তাহজুড়ে হাড় কাঁপানো শীত থাকবে। এ সময় সেখানে মাইনাস ৫ থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হতে পারে।

প্রসঙ্গত, ১৮৪৮ সালে ২৯ মার্চ তীব্র ঠাণ্ডায় নায়াগ্রা জলপ্রপাতের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। তখন প্রায় ৪০ ঘণ্টার মতো এই প্রবাহ বন্ধ ছিল।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর