ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

আমেরিকা ও ইসরায়েলের চাপে মরে যাবে না ইরান: রুহানি
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করতে চায় তার দেশ। পাশাপাশি, আমেরিকা ও ইসরায়েলের তীব্র সমালোচনা করেন তিনি।

রবিবার ইরানের দক্ষিণাঞ্চলে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সুরক্ষায় ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমাদের শত্রু আমেরিকা ও ইসরায়েল ইরানিদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চায়।’

ইরানকে ধ্বংসে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে রুহানি বলেন, ‘আমরা আমেরিকা ও ইসরায়েলের চাপে মরে যাব না।’

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে নীরব যুদ্ধ চলছে। সিরিয়া ও ইয়েমেনে পরস্পর বিরোধী দু'টি গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে দেশ দু'টি। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর