ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

বৈশ্বিক জলবায়ু আন্দোলনে অংশ নিয়েছে ৪০ লাখ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক

সম্মেলনের পর সম্মেলন হলেও পরিবেশের সুরক্ষা নিশ্চিতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বিশ্বের নেতারা। তাই ভবিষ্যৎ পৃথিবী নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বের প্রতিটি মহাদেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে।

শুক্রবার পরিবেশের সুরক্ষার দাবি বিশ্বের শত শত শহরে শিক্ষার্থীরা রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে। আয়োজকদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের সংখ্যা ৪০ লাখ।

বিক্ষোভে শিক্ষার্থীরা পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। 

বিডি প্রতিদিন/ফারজানা 

 



এই পাতার আরো খবর