ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

সিয়াচেনে তুষারধসে ৪ ভারতীয় সেনাসহ নিহত ৬
অনলাইন ডেস্ক

সিয়াচেনে তুষারধসে চার ভারতীয় সেনা সদস্যসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, বিবিসি ও সিনহুয়ার।

প্রতিবেদনে জানা যায়, সোমবার বিকালে সিয়াচেনের উত্তরের হিমবাহ অঞ্চলে সেনাবাহিনীর চৌকিতে তুষারধস হয়। এতে বরফের নিচে চাপা পড়ে কমপক্ষে চার সেনা সদস্যসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে নিকটস্থ সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

কারাকোরাম রেঞ্জে ২০ হাজার ফুট উঁচুতে সিয়াচেন হিমবাহ। এটিই বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে ধরা হয়। তুষার, পাথরধস এখানকার নিত্যনৈমিত্যিক ঘটনা। শীতকালে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই প্রবল প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই ভারতীয় সেনারা দেশের সীমান্ত রক্ষার জন্য মোতায়েন আছেন।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর