ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ১০৯ জঙ্গি নিধন, বড় সাফল্য আফগান সেনার
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ ১৫টি ভিন্ন ভিন্ন ১৫টি অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ১৮টি অপারেশন চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে ১০৯ জন জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় এ ঘটনায় কমপক্ষে আরও পাঁচজন জঙ্গিকে গ্রেফতারও করা হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক টুইটে বলা হয়েছে, 'গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের নানান প্রদেশে অভিযান চালিয়ে মোট ১৮টি অপারেশন চালানো হয়েছে। এতে ১০৯ জঙ্গি নিহত, ৪৫ গুরুতর আহেত এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।'

যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়নি যে, এই সন্ত্রাসবাদীরা আসলে কোন দলের? সূত্র: এই সময় 

বিডি-প্রতিদিন/মাহবুব

 



এই পাতার আরো খবর