ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ইউরোপে পাকিস্তান এয়ারলাইনসের ফ্লাইট নিষিদ্ধ
অনলাইন ডেস্ক

ইউরোপীয় দেশগুলোতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করেছে ইউরোপিয়ান ইউনিয়নস অ্যাভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের সরকারি এয়ারলাইনটির বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল ইউরোপীয় সংস্থাটি।

পিআইএ’র কাছে পাঠানো এক চিঠিতে ইএএসএ জানিয়েছে, তারা এয়ারলাইনটির নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখতে পেয়েছে। ফলে বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে তাদের ওপর নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পেছনে বড় ধরনের মানবঘটিত ত্রুটির খবর সামনে আসে। গত ২২ মে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পিআইএ’র ওই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯৮ জন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর



এই পাতার আরো খবর