ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

আজকের পত্রিকা

তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’ আর নেই
অনলাইন ডেস্ক

তাইওয়ানের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট লি তেং হুই মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের রাজধানী তাইপের একটি হাসপাতালে মাল্টিপল অর্গান ফেইলিউরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে লি তেং হুইর বয়স হয়েছিল ৯৭ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

লি তেং হুইকে তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’ বলা হয়ে থাকে। তার জন্ম ১৯২৩ সালে তাইওয়ানে। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে পড়াশুনা করার পর ১৯৪৫ সালে তিনি তাইওয়ানে গিয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি রাজনীতিতে যোগ দেন এবং ১৯৮৪ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৬ সালে জনগণের সরাসরি ভোটে তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাইওয়ানের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নেও কাজ করেছেন তিনি।

১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লি তেং হুই। বহু-মতবাদ ও গণতন্ত্রের পক্ষে লড়াই ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে কৃতিত্ব পেয়েছিলেন লি। ক্ষমতায় থাকাকালে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পক্ষে সাংবিধানিক পরিবর্তনের নেতৃত্ব দেন তিনি। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর