ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

রাখাইনে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের একটি থানার পুলিশ প্রধানকে নিজ স্টেশনের সামনে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তার নাম তুন নাইং উ। তিনি দেশটির রাখাইন রাজ্যের কিউকতাউ টাউনশিপ থানার পুলিশ প্রধান ছিলেন।

মিয়ানমার টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সন্ধ্যায় অজ্ঞাত বন্দুকধারীরা এই দুর্ঘটনা ঘটায়। দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, কিউকতাউ টাউনশিপ থানার পুলিশ প্রধান তুন নাইং উ স্টেশনের কাছে অবস্থিত একটি শপিং মল থেকে কেনাকাটা করতে যান। পরে তিনি পুলিশ স্টেশনে ফেরার পথে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় তার সঙ্গে আরও একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।

তবে, তিনি কাউকে আটক করতে পারেনি। হামলাকারীরা দু’টি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এই হামলায় চারজন অংশ নেন বলে জানান তিনি।

এদিকে, দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, সন্ত্রাসবাদী গ্রুপ আরাকান আর্মি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় ঘটনাটির তদন্ত করছে।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর