ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি নামক মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটিতে শনিবার হামলা হয়েছে। এ সময় দুটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয় বলে জানা গেছে।

তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে।

এ ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস একটি টুইট বার্তায় বলেন, শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে দুটি ছোট রকেট হামলা চালানো হয় তাজি ঘাটির কাছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর